reporterঅনলাইন ডেস্ক
  ২৮ অক্টোবর, ২০১৮

‘শ্রমিকদের নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে’

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পরিবহন ধর্মঘটের নামে পরিবহন শ্রমিকরা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা সহ্য করা হবে না। যে কোনও ধরনের নৈরাজ্য শক্ত হাতে দমন করা হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাধারণ বীমা করপোরেশনের ২০১৭ সালের লভ্যাংশ বাবদ ৪০ কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে মুহিত বলেন, নির্বাচন ডিসেম্বরে হবে। নির্বাচনে বিএনপি অংশ নেবে। আর যদি অংশ না নেয় তবে দলটি অস্তিত্বহীন হয়ে পড়বে।

নির্বাচনের আগে সরকারে কোনও ধরনের পরিবর্তন আসবে কি না—এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকার যেভাবে আছে হয়তো সেভাবেই থাকবে। যা প্রধানমন্ত্রী ইতোমধ্যে পরিষ্কার করেছেন।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নবগঠিত নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে তিনি বলেন, নতুন জোট গঠন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,পরিবহন ঘর্মঘট,নৈরাজ্য
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close