reporterঅনলাইন ডেস্ক
  ২৩ অক্টোবর, ২০১৮

৩শ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

চাকায় ত্রুটি থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় কাতারের উদ্দেশে বিমানটি উড্ডয়ন করে। এরপর পেছনের চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করেন।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত ছিল। এ কারণে কোনো ক্ষতি হয়নি, যাত্রীরা নিরাপদে আছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বিমানটিতে ২ শিশুসহ ৩০০ জন যাত্রী ছিল। আর ক্রু এবং পাইলট মিলে ১৮ জন ছিলেন। সবাই সুস্থ আছেন।

বিমানবন্দরের দায়িত্বশীলরা বলেন, উড্ডয়নের পর এর চাকা ভেতরে ঢুকছিল না। একবার ঢুকলে বের হচ্ছিল না। এ কারণে পাইলট বিমানটি বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার যাওয়ার পর ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং রাউন্ড দেওয়া শুরু করেন। অবতরণের সময় কোনো ধরনের ঝুঁকি না নিতে পাইলট তেল পোড়ানোর জন্য দীর্ঘক্ষণ আকাশে ঘুরতে থাকেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমানের জরুরি অবতরণ,শাহজালাল বিমানবন্দর,কাতার এয়ারওয়েজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close