reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০১৮

ইসির সভা আবারও বর্জন করলেন মাহবুব তালুকদার

নোট অব ডিসেন্ট দিয়ে আবারও কমিশনের সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার সকাল সোয়া ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা শুরুর কিছুক্ষণ পর নোট অব ডিসেন্ট দিয়ে তিনি বেরিয়ে যান।

তিনি জানান, ‘আমি নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে এসেছি।’ তবে কী কারণে বেরিয়ে এসেছেন তা তিনি জানাননি।

জানা যায়, নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ আগস্ট জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিপক্ষে মত দিয়ে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন নিয়ে কমিশন সভা চলাকালে বৈঠক বর্জন করেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি সভা,বর্জন,মাহবুব তালুকদার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close