reporterঅনলাইন ডেস্ক
  ১১ অক্টোবর, ২০১৮

আখেরি চাহার শোম্বা ৭ নভেম্বর

বাংলাদেশের আকাশে গতকাল সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার থেকে সফর মাস গণনা শুরু হবে। আগামী ৭ নভেম্বর আখেরি চাহার শোম্বা।

বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের অ্যাসিসট্যান্ট ডাইরেক্টর (পিআর) মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, সভায় ১৪৪০ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা যায়নি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আখেরি চাহার শোম্বা,ইসলামিক ফাউন্ডেশন,জাতীয় চাঁদ দেখা কমিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close