reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

নিউইয়র্কে ট্রাম্পের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনায় যোগ দেন। লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভ্যর্থনার আয়োজন করেন।

জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগদানকারী বিশ্বনেতারা এই অভ্যর্থনায় অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার যুক্তরাষ্ট্র চেম্বার্স অব কমার্সের উদ্যোগে গ্রান্ড হায়াত হোটেলে মধ্যাহ্ন ভোজনে যোগ দেন প্রধানমন্ত্রী। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক মন্ত্রী জেরেমি হান্টের সঙ্গে জাতিসংঘ সদর দফতরের দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী গত রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন। তাকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ-১৮৫ নিউইয়র্ক সিটির অদূরে নিউজার্সি রাজ্যের নিয়ার্ক এয়ারপোর্টে অবতরণ করে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ হাসিনা,প্রধানমন্ত্রী,অভ্যর্থনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close