reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

জ্বালাও-পোড়াও মামলার বিচার শিগগিরই : আইনমন্ত্রী

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ২০১৪ ও ২০১৫ সালের জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলার তদন্ত এখনো হয়নি তা দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তদন্তকাজ শেষ হলেই মামলাগুলোর বিচার শুরু হবে।

সোমবার জাতীয় সংসদে নজিবুল বশর মাইজভান্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৫ সালে জ্বালাও-পোড়াও ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলোর যেসব মামলার চার্জশিট হয়েছে তার কিছু মামলার বিচার শেষ হয়েছে এবং আসামিদের শাস্তি হয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে কিছু মামলার এখনো তদন্ত চলছে।

তিনি বলেন, তদন্ত রিপোর্ট কোর্টে না এলে বিচার হবে না, সে জন্য দেরি হচ্ছে। তবে যাতে দ্রুত মামলাগুলোর তদন্তকাজ শেষ হয় এবং চার্জশিট দেওয়া হয় সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জ্বালাও-পোড়াও,মামলা,আইনমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close