reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

সংসদ অধিবেশন শুরু, পরবর্তী অধিবেশন অক্টোবরে

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে বিকাল ৪টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হয়।এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী অক্টোবরে আরেকটি অধিবেশন বসবে।অধিবেশন শুরু হওয়ার আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে দশম সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে জানানো হয় চলতি অধিবেশনে উত্থাপনের জন্য ১১টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে। সংসদে পাসের অপেক্ষায় ৩টি, কমিটিতে পরীক্ষাধীন ৯টি ও উত্থাপনের অপেক্ষায় ১১টিসহ মোট ২৩টি সরকারি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এ অধিবেশনে উত্থাপনের জন্য কোন বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি।

কার্য উপদেষ্টা কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশ নেন। এ ছাড়া কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিকেল পাঁচটায় বসে সংসদ অধিবেশন। বৈঠকের শুরুতে স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন ইমরান আহমেদ, এবি তাজুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, ফখরুল ইমাম, নূর জাহান বেগম। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ আইন পাসের সম্ভাবনা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের প্রস্তাব উত্থাপিত হতে পারে। এই আইনে অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান। অধিবেশনে সড়ক পরিবহন, ডিজিটাল নিরাপত্তা ও সরকারি কর্মচারী আইনসহ ২০টি বিল নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতে পারেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, বর্তমান সরকারের পাঁচ বছর পূর্ণ হবে আগামী ২৮ জানুয়ারি। সংবিধান অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হওয়ার পূর্বের ৯০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন হওয়ার বিধান রয়েছে। সেই হিসেবে আগামী ২৮ অক্টোবর থেকে ৯০ দিনের দিনক্ষণ গণনা শুরু হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংসদ অধিবেশন,২২তম অধিবেশন,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close