reporterঅনলাইন ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

অর্থমন্ত্রী ভুল করেছেন : সিইসি

জাতীয় নির্বাচনের তারিখ সংক্রান্ত বক্তব্য দিয়ে অর্থমন্ত্রী ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ঢাকায় ৯ম ফেম্বোসা সম্মেলনের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার বিকেলে এ মন্তব্য করেন সিইসি।

বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আর ২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে,’বিষয়টি নজরে আনলে এ মন্তব্য করেন সিইসি।

অবশ্য এ বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৭ ডিসেম্বর নির্বাচনের সম্ভাব্য তারিখ, এটা নিশ্চিত হলেও তা বলার দায়িত্ব আমাদের না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে বিব্রত করা আমাদের কাজ না। নির্বাচন কমিশনই বলবে কবে নির্বাচন হবে। এটা বলার দায়িত্ব সরকার কিংবা সরকারের কোনো মন্ত্রীর নয় কিংবা দলেরও কোনো নেতার না।’

এছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে নির্বাচন কমিশনের সক্ষমতা রয়েছে বলেও সাংবাদিকদের জানান সিইসি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অর্থমন্ত্রী,ভুল করেছেন,সিইসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close