reporterঅনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট, ২০১৮

যাত্রীকল্যাণ সমিতির প্রতিবেদন

এবার ঈদে সড়কে নিহত ২৫৯, আহত ৯৬০

কোরবানির ঈদে দেশের সড়ক-মহাসড়কে ২৩৭টি দুর্ঘটনায় ২৫৯ জন নিহত এবং ৯৬০ জন আহত হয়েছে। ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় ২৭৮ জন নিহত হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এসব তথ্য জানিয়েছি।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদযাত্রার শুরুর দিন ১৬ আগস্ট থেকে ঈদের পর ২৮ আগস্ট পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য, গত রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদের সময় সড়ক দু্র্ঘটনায় হতাহতের ঘটনা কমেছে।

মোজাম্মেল হক বলেন, ঈদুল ফিতরের তুলনায় দুর্ঘটনা ১৪.৪৪ শতাংশ, প্রাণহানি ২৩.৫৯ শতাংশ এবং আহতের সংখ্যা ২৪.১১ শতাংশ কমেছে। কিন্তু গত বছরের ঈদুল আজহার তুলনায় নিহত ১৩.৫০ শতাংশ এবং আহত ১১.৬৭ শতাংশ বেড়েছে।

দুর্ঘটনাগুলোর কারণ হিসেবে জানানো হয়, ফিটনেসবিহীন যানবাহন, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন, অদক্ষ চালক, মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে নসিমন-করিমন চলাচল, বিরতিহীনভাবে যানবাহন চালানোর জন্য দুর্ঘটনাগুলো ঘটে চলেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি,প্রতিবেদন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close