reporterঅনলাইন ডেস্ক
  ২৯ আগস্ট, ২০১৮

ভোট দিলে ক্ষমতায় আছি, না দিলে নাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতিবিদ হিসেবে জনগণের সেবাই মূল লক্ষ্য। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এখন ভোট দেয়া না দেয়া জনগণের অধিকার। ভোট দিলে ক্ষমতায় আছি, না দিলে নাই। এ নিয়ে কোনো আক্ষেপ নেই।

আজ বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতাল ও ট্রেইনিং ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। হাসপাতালের পাশাপাশি আরও ডাক্তার ও বিশেষজ্ঞ নার্স তৈরির কাজ চলছে। প্রতিটি জেলা-উপজেলায় আরও মানসম্মত হাসপাতাল গড়ে তোলা হবে।

বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি স্বাস্থ্য সেবা বন্ধ করে দিয়েছিল। যেটি ’৯৬-এ ক্ষমতায় এসে আমরা উদ্যোগ নিয়ে গড়ে তুলেছিলাম।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেখ হাসিনা,প্রধানমন্ত্রী,ভোট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close