reporterঅনলাইন ডেস্ক
  ২৬ আগস্ট, ২০১৮

‘আরপিও সংশোধনের খুব একটা সুযোগ নেই’

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও থাকছে আলোচনায়। এ নিয়ে পরবর্তী বৈঠক ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।

রোববার রাজধানীর নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম জানান, ইভিএম অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে সংসদে পাঠাবে। এরপর সংসদে পাস হবে। তবে বর্তমান সরকারের মেয়াদের সায়াহ্নে এসে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী অধিবেশনেই প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসি,নির্বাচন কমিশন,আরপিও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close