reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৮

অপরাধীদের কাউকে ছাড় দিচ্ছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেগুলোকে আপনারা গুম বলছেন, সেগুলো আসলে গুম না। যারা গুম হচ্ছে আমরা কিন্তু তাদের ধরে সামনে আনছি। কেউ প্রেমে ব্যর্থ হয়ে গুম হয়ে যান, কেউ ব্যবসায় ব্যর্থ হয়ে গুম হয়ে যান। আবার দুইজনের মন মিল হয়ে গেলে এক হয়ে যান। এই ধরনের গুম আপনি উদ্ধার করবেন কোথা থেকে? তারপর আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের জানা মতে, বেশিরভাগ গুমই এরকম।’

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী গুম বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

‘বিচারবহির্ভূত কোনও হত্যা আমরা করি না’- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর সাংবাদিকরা কক্সবাজার পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের প্রসঙ্গ তুলেন। মাদকবিরোধী অভিযানের মধ্যে র‌্যাবের গুলিতে নিহত এই সাবেক যুবলীগ নেতার মৃত্যুতে ক্ষমতাসীন দলের অনুসারীরাও ক্ষুব্ধ।

এ ঘটনায় তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি যতটুকু জানি আপনারাও ততটুকু জানেন। তদন্ত হচ্ছে, যেই এটার সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এইটুকু, যে অন্যায় করবে তার বিচার হবে। সবার জন্য আইন সমান।’

ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব কেন—এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত যাতে নির্ভুল হয় সেই লক্ষ্যে কাজ করছে। আমি এটুকু বলতে পারি তদন্ত রিপোর্ট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা এবং যদি প্রয়োজন পড়ে বিচারিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। এখানে আমরা কাউকে ছাড় দিচ্ছি না।’

‘আমরা আপনাদেরকে এই কথা বলতে পারি, যে তদন্তের রুল অনুযায়ী তার ডিপার্টমেন্টাল অ্যাকশন হবে। আপনারা দেখবেন খুব শিঘ্রই সেই ব্যবস্থাটা হচ্ছে। আপনারা জানেন আমরা কাউকে ছাড় দিচ্ছি না, আপনারা এও জানেন আমাদের মাননীয় সংসদ সদস্যরা পর্যন্ত বাদ যাচ্ছে না। কাজেই আমরা কাউকে ছাড় দিচ্ছি না এটা আমরা জোর গলায় বলতে পারি।’

এ সময় মাদকবিরোধী অভিযানের মধ্যে পুলিশ সদস্যদের মাদক সম্পৃক্ততার অভিযোগ নিয়েও প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। জবাবে তিনি বলেন, ‘পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা জড়িত আমরা কাউকে ছাড় দিচ্ছি না। দুই একজনকে কাগারের অন্তরীণ করা হয়েছে। আপনারা যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি।’

‘পাঁচটি গোয়েন্দা সংস্থা দিয়ে মাদকের গডফাদারদের তালিকা করেছি। যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হচ্ছে। গডফাদার যেই হোক সে পার পাবে না। আমাদের তথ্য দরকার, আপনাদের কাছেও যদি তথ্য থাকে তবে আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাদকের বিরুদ্ধে যে যদ্ধ চলছে, সেই যুদ্ধে আমাদের জিততে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশ এমনকি সংসদ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এমন কিছু করতে চাই না যাতে নিরীহ ব্যক্তি আক্রান্ত হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বরাষ্ট্রমন্ত্রী,গুম,মিট দ্য রিপোর্টার্স,অপরাধী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist