reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৮

ক্ষমতায় আসা জনগণের ভোটের ওপর নির্ভর : প্রধানমন্ত্রী

এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বক্তব্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে ক্ষমতায় আসা না আসা নির্ভর করছে জনগণের ভোটের ওপর। তিনি বলেন, ‘আজ এসএসএফের যে প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছি, সেটা বর্তমান সরকারের মেয়াদের শেষ বছর। জানি না ভবিষ্যতে আবার দেখা হবে কি না, এটা নির্ভর করে জনগণের ওপর। জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই— এটা নিয়ে কোনো আফসোস নেই। আমাদের যেটুকু লক্ষ্য ছিল, সেটুকু আমরা করতে পেরেছি। এখন আমরা উন্নয়নশীল দেশ। আমরা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।’

আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণ একজন রাজনীতিবিদের মূল শক্তি উল্লেখ করে নিরাপত্তা দিতে গিয়ে জনগণ যেন কষ্ট না পায়, সেদিকে নজর রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং অভ্যন্তরীণ হত্যা, ক্যুয়ের ষড়যন্ত্রের কারণে ভিভিআইপিদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জনের আহ্বান জানান সরকারপ্রধান। এ ছাড়া ভিভিআইপিদের নিরাপত্তায় যারা থাকেন, তাদেরও নিরাপত্তা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘৬১ হাজার কোটি টাকার বাজেটকে আমরা এখন ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। সবার বেতন ২৩ ভাগ বৃদ্ধি করেছি। আমার নিরাপত্তায় যারা দায়িত্ব পালন করেন, তাদের নিরাপত্তা দেওয়াও আমার কাছে চিন্তার বিষয়। সেজন্য আমরা চেষ্টা করেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন অস্ত্র ক্রয় করে নিরাপত্তাব্যবস্থাকে আরো সুরক্ষিত করা।’

এসএসএফের আন্তরিকতা ও কর্তব্যনিষ্ঠার প্রশংসা বিদেশি অতিথিরা করে যান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভিআইপি অতিথিরা আসছেন বিশেষ করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকে প্রায় প্রতিদিন বা সপ্তাহে ভিআইপিরা আসছেন এবং যারা রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন তাদের নিরাপত্তার জন্য যখন আমরা এসএসএফকে দায়িত্ব দেই; তখন এত নিষ্ঠার সঙ্গে এত চমৎকারভাবে তারা দায়িত্ব পালন করেন যে, এসব ভিআইপি প্রত্যেকেই যাওয়ার সময় আমার কাছে এই এসএসএফের নিরাপত্তায় নিয়োজিতদের প্রশংসা করে যান।’

তিনি আরো বলেন, ‘সেজন্য আমি সত্যি গর্ববোধ করি এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এই বাহিনীর সব সদস্যকে। যারাই আমাদের দেশে এসেছেন তাদের সবাই প্রশংসা করে গেছেন। কাজেই এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সমগ্র বিশ্বেই ভিআইপিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, যার অন্যতম একটি কারণ বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ। আর বাংলাদেশের মতো একটি দেশে যেখানে হত্যার রাজনীতি, ক্যু, ষড়যন্ত্র, অবৈধভাবে ক্ষমতা দখলের প্রতিযোগিতা চলে এবং স্বাধীনতাবিরোধীদের কর্মকাণ্ড বিদ্যমান, সেখানে এটি আরো বেশি চ্যালেঞ্জিং।’

এসএসএফ সদস্যদের আরো দক্ষ এবং প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যুগের পরিবর্তন হচ্ছে আর যারা অপকর্ম করতে চান, তারাও আধুনিক প্রযুক্তি ব্যবহারে যথেষ্ট পারদর্শী। সেই দিকটা মাথায় রেখেই আমাদের প্রস্তুত হতে হবে।’

এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিউর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এসএসএফ,প্রতিষ্ঠাবার্ষিকী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist