reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০১৮

গাজীপুর সিটি নির্বাচন পর্যবেক্ষনে ইসির ৫৭ কর্মকর্তা নিয়োগ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষনের জন্য নিজস্ব ৫৭ জন কর্মকর্তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই পর্যবেক্ষকরা নিবিড়ভাবে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেবেন। ইসি জানায়, আগামীকাল ২৬ জুন মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি নিজস্ব পর্যেবেক্ষকরাও ভোটের অনিয়ম নিয়ে তৎপর থাকবেন। এক্ষেত্রে তাদের সুবিধা হচ্ছে- যে কোনো অনিয়ম হলে তারা প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকেও তাৎক্ষণিকভাবে অবহিত করতে পারবেন। এদিকে সারাদেশে বিভিন্ন জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার চিঠি ইতোমধ্যে ইসির উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন ইতিমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন, সুষ্ঠু ভোটগ্রহণ, বিশৃঙ্খলা সৃষ্টি, কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিসহ যাবতীয় বিষয়ে অনিয়ম বা গাফিলতী খেয়াল করবেন তারা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কর্মকর্তা নিয়োগ,নির্বাচন পর্যবেক্ষন,গাজীপুর সিটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist