reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০১৮

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের শীর্ষ কর্মকর্তা কাল ঢাকা আসছেন

জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারী জেনারেল জোঁ পিয়েরে ল্যাক্রোয়া-এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামীকাল রোববার ঢাকা পৌঁছাবেন। বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তিনবাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শকের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রস্তুতি, প্রশিক্ষণ ও সার্বিক তৎপরতা অবলোকন ও এ সংক্রান্ত সম্যক ধারনা অর্জন এই সফরের মূল উদ্দেশ্য। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়, জাতিসংঘ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভবিষ্যতে বাংলাদেশের ভূমিকা ও অংশগ্রহণের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। প্রতিনিধিদলটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি ২৬ জুন বাংলাদেশ ত্যাগ করবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শান্তিরক্ষা মিশন,জাতিসংঘ,জোঁ পিয়েরে ল্যাক্রোয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist