reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৮

ছুটির আমেজেই কেটেছে প্রথম দিন

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের ৩ দিন ছুটি শেষে আজ সোমবার সারাদেশে শুরু হয়েছে অফিসিয়্যাল কার্যক্রম। সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই কম। ফলে ঈদের পর কর্মদিবসের প্রথম দিনটি কেটেছে পুরোপুরি ছুটির আমেজেই। এদিকে চলতি সপ্তাহে উপস্থিতি কমই থাকবে বলেই মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা। অনেকেই বলেছেন, আগামী সপ্তাহের আগে পরিস্থিতি খুব একটা বদলাবে না।

আজ সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, কর্মকর্তা-কর্মচারী যারা এসেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময়ে সময় কাটছে তাদের। সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট সব স্থানেই চলছে শুভেচ্ছা বিনিময়। একজন কর্মকর্তা বলেন, সোমবার গেইট পাস দেওয়া হয়না। তাই বহিরাগতও আসছে না।

সচিবালয়ে আজ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ বেশ কয়েকজন মন্ত্রী অফিস করেছেন।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছুটির আমেজ,প্রথম দিন,পবিত্র ঈদুল ফিতর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist