পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ২৬ মে, ২০১৮

সুযোগ পেলে নারীরাও স্বাবলম্বী হতে পারে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুযোগ পেলে দক্ষ নারী নিজেই নিজের কর্মক্ষেত্র তৈরির মাধ্যমে স্বাবলম্বী হতে পারে। আজ শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ‘অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় প্রকল্প)’-এর প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা।

স্পিকার বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নারীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সব স্তরের নারীকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। যে কোনো উদ্যোগ সফল করতে হলে অর্থায়ন খুবই জরুরি।

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সে সুযোগ নিশ্চিত করা সম্ভব হলে নারীরা ক্ষমতায়িত হবে এবং সমাজের উন্নয়ন অগ্রযাত্রায় তারা বিশেষভাবে ভূমিকা পালন করতে সক্ষম হবে। একজন নারী আর্থিকভাবে স্বাবলম্বী হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। এ সময় স্পিকার ২ শতাধিক প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা বিতরণ করে।

রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক জাহানারা পারভিন এবং প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পৌর মেয়র আবু সালেহ, মো. তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী,স্পিকার,নারীরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist