reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০১৮

মোবাইলের জন্য মন্ত্রী-সচিবরা পাবেন ৭৫ হাজার টাকা

বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং ভারপ্রাপ্ত সচিবরা মোবাইল ফোন সেট কেনার জন্য পাবেন ৭৫ হাজার টাকা। একইসঙ্গে তাদের ফোন ব্যবহারের ওপর কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।

আজ সোমবার মন্ত্রিসভায় সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা ২০১৮-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৮-এর নীতিমালার আওতায় অ্যান্ড্রোয়েড ফোন কিনতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিবরা এই টাকা পাবেন। এ ছাড়া যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তারা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১৫ হাজার টাকা করে পাবেন।

অপরদিকে ২০১৮-এর নীতিমালায় সুপ্রিম কোর্টের বিচারকদের টেলিফোনকেও নীতিমালার আওতায় আনা হয়েছে। আগে বিচারকদের ফোন নীতিমালার আওতায় ছিল না।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোবাইল,মন্ত্রী,সচিব,নীতিমালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist