reporterঅনলাইন ডেস্ক
  ১৭ মে, ২০১৮

বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের কর্মকর্তার মৃত্যু

রাজধানীর হানিফ ফ্লাইওভারের ওপর বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. নাজিম উদ্দীন নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল পৌন ১০টার দিকে সায়েদাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন। সকালে অফিসের উদ্দেশে বের হয়েছিলেন তিনি।

নাজিম উদ্দীনকে উদ্ধারকারী পথচারী রাসেল মাহমুদ ঢামেকে সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ীর দিক থেকে মোটরসাইকেলে করে সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় আসলে নাজিম উদ্দীনের পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস তাকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ওই গাড়ির পেছনে আরো একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করে।

প্রথম গাড়ির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। পরে ওই গাড়ির পেছনের দুইটি চাকা তার ওপর দিয়ে চলে যায়। এরপর তাকে আমরা কয়েকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মনজিল পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুত্যু,বাসের ধাক্কা,ঢাকা ট্রিবিউন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist