reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনে ইসরাইলের শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা মানবাধিকারের লঙ্ঘন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম শেখ হাসিনাকে ফোন করেন। এ সময় শেখ হাসিনা তাকে এ কথা বলেন।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ক্ষোভ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল রাতে গণমাধ্যমকে এ কথা জানান।

প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। প্রেস সচিব বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী ফিলিস্তিনসংক্রান্ত ওআইসির বিশেষ শীর্ষ সম্মেলনে যোগদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। ১৮ মে তুরস্কের ইস্তাম্বুল শহরে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা এ উদ্যোগকে সময়োচিত পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিনালি ইলদ্রিম,ফিলিস্তিন,তুরস্কের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist