reporterঅনলাইন ডেস্ক
  ০২ মে, ২০১৮

অবিরাম ছুটিতে রাজধানী ফাঁকা

বুধবার রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র (ছবি : রূপম ভট্টাচার্য)

টানা ছুটির আমেজে রয়েছেন রাজধানীবাসী। একসঙ্গে বৌদ্ধ পূর্ণিমা, মে দিবস ও শবে বরাতের ছুটি পেয়ে কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন, আবার কেউবা বেড়াতে গেছেন পছন্দের জায়গায়। আবার অনেকে দেশের বাইরে গেছেন। এ কারণে নগরীর রাস্তাঘাট ও শপিংমলগুলো একেবারেই ফাঁকা। ভিড়ের রাজধানীতে বিরাজ করছে সুনসান নীরবতা। কোথাও নেই কোনও যানজট। গণপরিবহনগুলোতেও মিলছে না যাত্রী। বুধবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এবারের ছুটি মূলত শুরু হয়েছে গত ২৭ এপ্রিল শুক্রবার থেকে। পরের দিন ২৮ এপ্রিল শনিবারও সরকারি ছুটি। ২৯ এপ্রিল রোববার বৌদ্ধ পূর্ণিমা, এদিনও সরকারি ছুটি। কেবল ৩০ এপ্রিল (সোমবার) অফিস খোলা ছিল। এরপর মঙ্গলবার মে দিবসের ছুটি। বুধবার শবেবরাত, এদিনও সরকারি ছুটি। ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ছয় দিনের মধ্যে শুধু ৩০ এপ্রিল অফিস খোলা ছিল। তবে এদিন অনেকেই ছুটি নিয়েছেন। পাশাপাশি কেউ কেউ বৃহস্পতিবারও ঐচ্ছিক ছুটি নিয়ে নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে টানা ৯দিনের ছুটির ফাঁদে পড়েছে রাজধানী। এর প্রতিফলন দেখা যাচ্ছে নগরীর সড়ক, বিপণী কেন্দ্রসহ সর্বত্র।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অবিরাম ছুটি,রাজধানী,ফাঁকা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist