প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ এপ্রিল, ২০১৮

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম গঠিত

সভাপতি সদরুদ্দীন মাকনুন, সাধারণ সম্পাদক আনোয়ার আবদুল্লাহ

মাদরাসা ও আলেমদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতি গঠনের উদ্দেশে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে এক সাধারণ সভায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তনয় মাওলানা সদরুদ্দীন মাকনুনকে সভাপতি এবং আরেক মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আবদুল্লাহ তনয় আনোয়ার আবদুল্লাহকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন মাওলানা ইয়াহইয়া মাহমুদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধকে বিশেষত মাদরাসায় পড়ুয়াদের কাছে তুলে ধরার জন্য আরো আগে থেকে কাজ করা দরকার ছিল। কমিটি ঘোষণার পর তিনি উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

পূর্ণাঙ্গ কমিটি—আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন, ভাইস প্রেসিডেন্ট মাওলানা দেলোয়ার সাকী, ভাইস প্রেসিডেন্ট মাওলানা সরোয়ার আলম ভুইঞা, মাওলানা উসামা ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল নিজামুদ্দীন মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ নাঈমুল ইসলাম, আবদুল্লাহ শাকির, জাওয়াদুল করিম, দফতর সম্পাদক আবদুস সালাম, অর্থ সম্পাদক শোয়াইব আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসউদুল কাদির, তথ্য ও গবেষণাবিষয়ক স¤পাদক আবুবকর সিদ্দিক জাবের, দাওয়াত ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মুফতি ফয়যুল্লাহ আমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রিন্সিপাল মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তানযিল আমির, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক যারওয়াতুদ্দীন সামনুন, সংখ্যালঘু ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক খালেদ হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ওমর ফারুক, নারী ও শিশুবিষয়ক সম্পাদক সালমান হুসাইন, নির্বাহী সদস্য সগির আহমদ চৌধুরী, সদস্য লিয়াকত আলী মাসউদ, হাসিব আর রহমান ও কাউসার আহমদ বাঙ্গালি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম,সদরুদ্দীন মাকনুন,আনোয়ার আবদুল্লাহ,সংগঠন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist