reporterঅনলাইন ডেস্ক
  ২২ এপ্রিল, ২০১৮

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রয়োজনে জেলকোডের বাইরে গিয়ে খালেদার চিকিৎসা’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনে জেলকোডের বাইরে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, চিকিৎসকরা যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই তার চিকিৎসা হবে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদেরকে এ কথা বলেন। বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রণালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। তাদের সঙ্গে ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি বিএনপি নেত্রীকে একটি বিশেষ এমআরআই করানোর জন্য ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার দাবি জানান বিএনপি নেতারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার জেলকোড অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তার সবই তিনি পাচ্ছেন। চিকিৎসকরা পরামর্শ দিলে এর বাইরে গিয়েও চিকিৎসা করানো হবে। ইউনাইটেডে এমআরআই করার বিষয়েও তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist