reporterঅনলাইন ডেস্ক
  ১১ এপ্রিল, ২০১৮

রোহিঙ্গাদের দেখতে গেলেন মিয়ানমারের মন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার গেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন মন্ত্রী ড. উইন মায়াত আয়ে। বুধবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি।

রোহিঙ্গাদের দুর্দশা দেখতে প্রথমবারের মতো মিয়ানমারের কোনো মন্ত্রী মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের মন্ত্রী বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে কক্সবাজারে রাত্রিযাপন করবেন। গতবছরের মাঝামাঝি রোহিঙ্গা সঙ্কট শুরু হওয়ার পর এবারই কোনো মন্ত্রী রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে পাঠিয়েছে দেশটি। এরআগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এলেও ঢাকায় সফর সীমাবদ্ধ ছিল।

আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় ঢাকায় ফিরবেন মিয়ানমারের মন্ত্রী। রাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে পৃথক দুটি বৈঠক করবেন। এদিন দিবাগত রাত সোয়া একটার দিকে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,উইন মায়াত আয়ে,রোহিঙ্গা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist