reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০১৮

জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৮ এপ্রিল

দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৮ এপ্রিল শুরু হচ্ছে। চলতি বছ‌রের দ্বিতীয় এ অধিবেশন এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে শুরু হ‌বে।

এর আ‌গে স্পিকা‌রের সভাপ‌তি‌ত্বে কার্য-উপ‌দেষ্টা ক‌মি‌টির বৈঠ‌কে অ‌ধি‌বেশ‌নের সময়সূচি ও মেয়াদকাল নির্ধারণ করা হ‌বে।

বুধবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অধিবেশন আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়।

সাং‌বিধা‌নিক বাধ্যবাধকতায় এক অ‌ধি‌বেশন শেষ হওয়ার ৬০ কার্যদিব‌সের মধ্যে পরবর্তী অ‌ধি‌বেশন বসে।

২০তম অ‌ধি‌বেশনে বেশ কিছু বিল পা‌স হ‌বে। এছাড়া নতুন কিছু বিল উত্থা‌পিত হ‌বে। এর বাই‌রে বাংলা‌দে‌শের উন্নয়নশীল দেশে পরিণত হওয়া নিয়েও আ‌লোচনা হ‌বে। এর আগে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়। অধিবেশন শুরু হয় ৭ জানুয়ারি। ওই অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিল পাস হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় সংসদ,২০তম অধিবেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist