গাজী শাহনেওয়াজ

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

ইসির হালনাগাদ তালিকায় পুরুষ হয়ে গেছেন নারী!

খবরটি পড়ে অনেকের ‘চোখ ছানা বড়া’ হওয়ার উপক্রম হতে পারে। প্রশ্ন উঠতে পারে, ভোটার তালিকায় পুরুষকে নারী এবং নারীকে পুরুষে কীভাবে রূপান্তরিত করা সম্ভব! হ্যাঁ; এটাই সত্য। গত বছরে দেশব্যাপী চলা ভোটার হালনাগাদ তালিকায় ডাটা এন্ট্রি অপারেটররা এভাবেই দায়সারা দায়িত্ব পালন করায় পুরুষ-নারী ভোটার ওলটপালট হয়েছে।

এত বড় ভুল ধরা পড়েছে চূড়ান্ত ভোটার তালিকার পর, যা গত ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয়। এ ঘটনায় বিব্রত খোদ নির্বাচন কমিশন (ইসি)। তবে নারী-পুরুষে এবং পুরুষ-নারীতে রূপান্তরের ক্ষেত্রে কতগুলো জেলা-উপজেলায় এই সমস্যা দেখা দিয়েছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। তাদের ভাষ্যমতে, এ সংখ্যা খুবই সামান্য, যা মার্জনীয় পর্যায়ে।

এদিকে, ভোটার তথ্যভাণ্ডার চরম ঝুঁকিতে। মুছে যাচ্ছে ভোটারদের তথ্য ও ডাটা। নতুন ভোটার সংযোজন-বিয়োজন করতে হিমশিম খেতে হচ্ছে। মাঝেমধ্যে বিপজ্জনক সংকেত দিচ্ছে সার্ভার। এসব ভয়াবহ ত্রুটি সংশোধন নিয়ে যখন ব্যস্ত, তখন ডাটা এন্ট্রি অপারেটর ও যাচাইকারী (প্রুফরিডার) কর্তৃপক্ষের ভুলের কারণে নতুন করে বেকায়দায় পড়া কমিশন দ্রুত ত্রুটি সংশোধনের জন্য মাঠ কর্মকর্তাদের চিঠি দিয়েছে।

গতকাল জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক আরাফত আরা (গবেষণা উন্নয়ন) স্বাক্ষরিত ওই চিঠি সংশ্লিস্টদের কাছে পাঠানো হয়। এতে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এবং এনআইডির পরিচালক (অপারেশন) মো. আবদুল বাতেন বলেন, গত বছর ভোটার হালনাগাদ তালিকায় ভোটার নাগরিকদের তথ্য সংগ্রহের পর তথ্য নিবন্ধন করার সময় পুরুষ ও মহিলাদের তথ্য ওলটপালট হয়েছে। সহজ করে বললে বলতে হয়, পুরুষকে মহিলা এবং মহিলাকে পুরুষ হিসেবে তথ্য এন্ট্রি করা হয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল, এটি ব্যাপক (ম্যাভিস) আকারে হয়েছে। কিন্তু তা নয়, সীমিত কিছু এলাকায় এই বিভ্রান্ত্রি খুঁজে পাওয়া গেছে। আমরা এগুলোকে এনআইডিতে সংশোধন না করে মাঠ অফিসকে সমাধানের জন্য নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ডাটা এন্ট্রি অপারেটর এবং প্রুফরিডারদের অসতর্কতার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে; যা সংশোধনযোগ্য।

প্রাপ্ত তথ্যমতে, ভোটার তালিকায় ভুলত্রুটি দূরীকরণ-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, যেসব এলাকায় ডাটা এন্ট্রি অপারেটরের ভুল এন্ট্রির কারণে পুরুষকে মহিলা এবং মহিলাকে পুরুষ হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি প্রুফরিডার হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে মনিটরিং করেননি। যার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় পুরুষের স্থলে মহিলা এবং মহিলার স্থলে পুরুষ অন্তর্ভুক্ত হয়েছে। এসব ভুল ৮টি উপায়ে সংশোধনের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

নির্দেশনাতে ক্লাইন্ট কম্পিউটারের ‘বিআইও-এনরোল; সফটওয়্যারে অপারেটর হিসেবে লগ ইন করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্রাফট ভোটারলিস্ট কারেকশন ম্যানুতে প্রবেশ করা, ভোটারের ব্যক্তিগত ১৭ নম্বরের তথ্যসংবলিত পিনটি সঠিকভাবে ঘরে এন্ট্রি করা, ভোটার নং ঘরে ১২ সংখ্যার ভোটার নম্বরটি টাইপ করা; সরক্ষিত ঘরে পুরুষ-মহিলা সংশোধন করা ও সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে ডাটাটি সংরক্ষণ করা এবং সংশোধিত ডাটাগুলো উপজেলা সার্ভারের ‘আপলোড সফটওয়্যার’ দিয়ে সার্ভারে আপলোড অথবা সিডি করে এনআইডিতে পাঠাতে বলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোটার তালিকা,ভুল,ইসি,নির্বাচন কমিশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist