reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০১৮

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এই সময় মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যান তিনি। এসময় তিনি বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলেন। তাদের স্বাস্থ্য, চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোহিঙ্গাদের মুখ থেকে রাখাইনে সহিংসতার বিবরণ শুনেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস ও মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। এর আগে গত ডিসেম্বেরে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম এবং দেশটির ফার্স্ট লেডি এমাইন এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু সেপ্টেম্বরে বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে যান।

আজ বেলা সোয়া ১টায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন উইদোদো। সেখান থেকে চলে যান রোহিঙ্গা ক্যাম্পে। তার সফরসঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদোসহ একাধিক মন্ত্রী। তাছাড়া তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ মাহমুদ আলী, জাতিসংঘের শরণাথী বিষয়ক হাইকমিশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রতিনিধিরা।

গত অগাস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমন অভিযানে নামলে কয়েক দশকের পুরনো রোহিঙ্গা সঙ্কট নতুন মাত্রা পায়। এই পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় ও জরুরি সহায়তা দিয়ে যে ভূমিকা বাংলাদেশ রেখেছে, তার প্রতি সংহতি জানিয়ে গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে বাংলাদেশে পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট উইদোদো। এবার তিনি নিজেই এসেছেন রোহিঙ্গাদের মুখ থেকে তাদের দুর্দশার কথা শুনতে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোহিঙ্গা ক্যাম্প,ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট,পরিদর্শন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist