reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০১৮

‘রাগ নিবারণ পার্ক’ হচ্ছে ওসমানী উদ্যান

যখনই মন খারাপ হবে বা রেগে যাবেন, ঠিক তখনই ঘুরে আসতে পারবেন এই পার্কে! সবুজ প্রকৃতির কাছে থেকে লেকের পানির ধারে কিছুটা সময় কাটানোসহ আপনার মন ভালো করার জন্যই এমনই এক পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যার নাম দেওয়া হয়েছে ‘গোস্সা (রাগ) নিবারণ পার্ক’।

রাজধানীর ওসমানী উদ্যানকে ঠিক এমনই একটি পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন উদ্বোধন করেন।

পার্কের নামকরণ প্রসঙ্গে মেয়র বলেন, ‘কর্মস্থলে ও পরিবারে প্রতিনিয়ত মানুষ গোস্যা করে, রাগ হয়। এই পার্কটি এমনভাবে তৈরি করা হবে যাতে এখনে কেউ মন খারাপ নিয়ে আসলে পরিবেশের সান্নিধ্যে তার মন ভাল হয়ে যাবে, উৎফুল্লতা বাড়বে, নতুন উদ্যমে আবার সে কাজে ফিরে যেতে পারবে।’

তিনি আরও বলেন, ৫৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৯ একরের ওসমানী উদ্যানকে ‘গোস্সা নিবারণ পার্কে’ রূপ দেওয়ার কাজটি করা হবে আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যে।

এ ছাড়া এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধার আছে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোস্সা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোস্সা নিবারণী পার্ক।’

গোস্সা নিবারণ পার্ক নকশাকার স্থপতি রফিক আজাদ বলেন, ‘পার্কের ভেতর একটি লেক তৈরি করা হবে, যেখানে সারা বছর পানি থাকবে। আশপাশের এলাকার ‘ড্রেনেজ সিস্টেম’ সংস্কার করা হচ্ছে যাতে বর্ষার সময় অতিরিক্ত পানি এই লেকে চলে আসতে পারে। পুরো উদ্যানে কোনো গ্রিল থাকবে না, গোস্যা নিবারণ পার্ক শহরের সাথে মিশে যাবে ও সবার জন্য সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে।

পার্কটি উন্মুক্ত হলে মানুষ চলাচলের সুবিধা হবে, এর ফলে রাস্তা ঘুরে না যেয়ে পার্কের ভেতর দিয়ে সবাই গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মনে করেন মেয়র সাইদ খোকন।বর্তমানে ওসমানী উদ্যানের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে যথাক্রমে রয়েছে ফিনিক্স রোড, আবদুল গনি রোড ও বঙ্গবন্ধু এভিনিউ অবস্থিত।

এছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে জানায় ডিএসসিসি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাগ নিবারণ পার্ক,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন,ওসমানী উদ্যান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist