reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০১৮

ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে আম বয়ান

৫৩-তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। ফজরের নামাজের পর থেকেই টঙ্গীর তুরাগ তীরে চলছে আম বয়ান। বয়ান করছেন বাংলাদেশের মাওলানা মোহম্মদ হোসেন। টঙ্গীর ইজতেমা ময়দান এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। রোববার মোনাজাতে শরিক হতে আসছেন মুসল্লিরা। মোনাজাতের আগ পর্যন্ত এ ঢল অব্যাহত থাকবে।

ঘন কুয়াশার কারণে ইজতেমায় মুসল্লিরা জরুরি কাজ ছাড়া সামিয়ানার নিচ থেকে বের হচ্ছেন না। এরই মধ্যে চলছে ধর্মীয় বয়ান। মনোযোগের সঙ্গে বয়ান শুনছেন মুসল্লিরা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত আম বয়ান চলার পর এক ঘণ্টার বিরতি দেওয়া হয়েছে। এরপর খিত্তায় খিত্তায় শুরু হবে বয়ান ও জিকির-আসকার।

ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনই জর্ডান, লিবিয়া, আফ্রিকা, লেবানন, আফগানিস্তান, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইরাক, সৌদি আরব, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডসহ বিশ্বের ৮৩টি দেশের ৩ হাজার ৯৭৮জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

আগামীকাল আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এ আগমন চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ইজতেমায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইজতেমা,আম বয়ান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist