reporterঅনলাইন ডেস্ক
  ১৩ জানুয়ারি, ২০১৮

৯ ঘণ্টা পর ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর হযরত শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টা ৫৮ মিনিটে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণের মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এরপর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সিভিল এভিয়েশনের ডিউটি রুমের দায়িত্বরত কর্মকর্তা মনোয়ারা খান জানান, কুয়াশা কেটে গেলে সকাল ১০টার দিকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। এরপর একটি ফ্লাইট উড্ডয়ন ও একটি ফ্লাইট অবতরণ করে।

এরআগে ঘন কুয়াশার কারণে শুক্রবার দিনগত রাত ১টা থেকে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় অবতরণ করতে না পারায় কয়েকটি ফ্লাইটকে সিলেট ও কলকাতায় পাঠিয়ে দেয়া হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘন কুয়াশা,ফ্লাইট ওঠানামা,বাংলাদেশ বিমান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist