reporterঅনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি, ২০১৮

ঢাকার বিমানবন্দরে মাওলানা সাদ, বিক্ষোভ চলছে

ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে করে তিনি ঢাকায় পৌঁছান। এদিকে বাংলাদেশে তার আগমনের বিরুদ্ধে বিমানবন্দর এলাকায় সকাল থেকে বিক্ষোভ চলছে।

তাবলিগ জামাতের একাংশ এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এতে বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে অচল হয়ে পড়েছে ওই এলাকাটি। এদিকে বিমানবন্দরের এক আর্মড পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘মাওলানা সা’দ কান্ধলভী ঢাকায় এসেছেন। তিনি ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন। তবে বিক্ষোভের কারণে তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেনি ‘

জানা গেছে, মাওলানা সা’দ বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশে আসছেন, এমন খবর ছড়িয়ে পড়লে তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা। দিল্লির নিজামুদ্দিনের ‘বিতর্কিত’ মুরব্বি মাওলানা মুহাম্মদ সাদের আসন্ন বিশ্ব ইজতেমায় আসার বিরোধিতা করছেন বাংলাদেশ-ভারতের তাবলিগ-জামাতকর্মী ও কওমিপন্থী আলেমদের একাংশ। তারা বলছেন, দারুল উলুম দেওবন্দ থেকে সাদের ‘বিতর্কিত’ বক্তব্যের কারণে তার সঙ্গে কাজ করতে নিষেধ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মাওলানা আহমদ শফীসহ বাংলাদেশের সিনিয়র আলেমরাও চান, বিশ্ব ইজতেমায় সংঘর্ষ এড়াতে সা’দ ও তার অনুসারী বা বিরোধীরাও যেন ইজতেমায় অংশ না নেন। যদিও তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মোহাম্মদ খান শাহাবুদ্দীন নাসিম, অধ্যাপক ইউনূস শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন সাদের ঢাকা সফরের পক্ষে রয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাবলিগ জামাত,মাওলানা সাদ,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist