reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৭

টক দইয়ের নানা গুণ

টক দই অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। বর্তমানে স্বাস্থ্য সচেতনদের মধ্যে খাবারটি বেশ জনপ্রিয়। এছাড়াও স্বাস্থ্যের উপকারিতায় টক দইয়ের রয়েছে নানা গুণ। আসুন জেনে নিই,টক দইয়ের নানা ‍উপকারিতা ও ব্যবহার।

♦ টক দই ওজন কমাতে সাহায্য করে। শরীরের মেদ ঝরাতে এটি বেশ কার্যকরী।

♦ দইয়ের ব্যাকটেরিয়াগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই ব্যাকটেরিয়া কোলন ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন দুই কাপ করে দই খায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।

♦ কোলেস্টেরল কমাতে সাহায্য করে টক দই। সুতরাং প্রতিদিন খাবারে টক দই রাখতে পারেন।

♦ ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও টক দইয়ে আছে পুষ্টিগুণ। টক দই, বেসন ও মধু মিশিয়ে নিন ভালো করে। মুখসহ পুরো শরীরের ত্বকে ব্যবহার করুন। আধা ঘণ্টা পর ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের রং হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।

♦ শুষ্ক ও রুক্ষ প্রকৃতির চুলে মেহেদি লাগালে চুল আরো রুক্ষ হয়ে ওঠে। মেহেদি ব্যবহার করার সময় এর সঙ্গে মিশিয়ে নিন মেহেদির অর্ধেক পরিমাণে টক দই। এটি চুলে লাগালে রুক্ষতা দূর হয়ে চুল হবে আরো কোমল। একটি পুরো ডিমের সঙ্গে ভালো করে আধা কাপ টক দই ও এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল মজবুত ও কোমল হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টক দই,টক দইয়ের উপকারিতা,টক দইয়ে স্বাস্থ্য সুরক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist