reporterঅনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর, ২০১৭

সম্পর্কের মেয়াদ জানাবে যন্ত্র

বর্তমান সময়ের অনেক তরুণ-তরুণীরা হঠাৎ করেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সব সময় তা টেকে না। কিন্তু এবার প্রযুক্তির মাধ্যমেই জানতে পারবেন কতদিন সম্পর্কের মেয়াদ স্থায়ী হবে। প্রেমে পড়া যতটা আনন্দদায়ক, ততটাই কাঠখড় পোড়াতে হয় তা টিকিয়ে রাখতে। তবুও অধিকাংশ মানুষই চান সঙ্গীর সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে।

সম্প্রতি ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকরা দেখেছেন কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জানা যাবে আপনার সম্পর্কের মেয়াদ।

গবেষকরা জানান, ১৩৪টি যুগলের মধ্যে পরীক্ষা চালানো হয়। এ প্রেমিক-প্রেমিকারা কতক্ষণ কথা বলেন এবং কথা বলার সময় তারা কী ভঙ্গিতে কথা বলছেন, সেই তথ্যগুলো পরীক্ষা করে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

তবে প্রেমালাপের সময়ে কী কথা বলছে, সেসব নিয়ে কোনো মাথাব্যথা নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। শুধু কতক্ষণ কথা হচ্ছে এবং কথা বলার সময়ে গলার স্বর কেমন হয়, তা ধরা পড়বে যন্ত্রে।

আর এর মাধ্যমেই পরীক্ষা করে বলে বুদ্ধিমান যন্ত্র বলে দিতে পারবে কোন যুগলের সম্পর্ক ঠিক কতদিন টিকতে পারে। তবে তা পুরোপুরি সঠিক হবে কি-না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সম্পর্ক,যন্ত্র,আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,প্রেমের সম্পর্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist