reporterঅনলাইন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

সকালের নাস্তায় রাখুন ‘কলা’

সকালের নাস্তায় যেন ভারী এবং পুষ্টিকর খাবার দিয়ে করার জন্য পুষ্টিবিদরা পরামর্শ দিয়ে থাকেন। তবে অনেকেই মনে করেন, সকালের প্রথম খাবারটা বেশিমাত্রায় নাকি খেতে হয়৷ কিন্তু সেই মাত্রা বেশি করতে গিয়ে অনেকেই খাদ্য তালিকায় যা রাখেন তাতে লাভের বদলে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। ফলে দিনের পর দিন সমস্যা বাড়তেই থাকে৷ তাই সকালের নাস্তায় কি খাবেন ভেবেচিন্তে ঠিক করুন ৷ তবে সারাবছর আপনার সকালের নাস্তায় রাখতে পারেন একটি করে কলা৷ কারণ, এটি সকালের নাস্তায় বেশ উপকারী ফল। তাহলে জেনে নিন কেন —

♦ কলা শুধু ‍সুস্থ থাকতেই সাহায্য করে না, এই কলাতে রয়েছে ভিটামিন সি এবং ই ৷ ক্যান্সার প্রতিরোধেও কলার ভূমিকা রয়েছে।

♦ কলাতে রয়েছে মিনারেল, শর্করা, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম৷ এই সবই শরীরে বাড়তি এনার্জি এনে দেয়৷

♦ ঘুম থেকে উঠে নাস্তায় অনেকেরই কিছু খেতে ইচ্ছে করে না, তাদের কাছে কলা কিন্তু বেশ কাজের৷ জলখাবার হালকা করে, একটি কলা খেলে নিমেষেই তা পেট ভরিয়ে দেয়৷

♦ কলা কিন্তু ওজন কমাতেও সাহায্য করে । কলা থেকে তৈরি কেক বা চিপস অথবা বানানাশেক অনেকের প্রিয়৷

♦ এই কলা যেমন পেট এবং স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনই আপনার ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও সক্ষম। তাই এলার্জি সংক্রান্ত বা নিষেধ না থাকলে, নাস্তায় কলা খেতে পারেন খুব সহজেই।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সকালের নাস্তা,কলা,উপকারী কলা,নাস্তায় কলা,কলার ‍উপকারিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist