reporterঅনলাইন ডেস্ক
  ১০ সেপ্টেম্বর, ২০১৭

সহজে ছারপোকা হবে দূর

ছোট ছোট লালচে রংয়ের এক প্রকার পোকা দেখা যায় যাকে আমরা ছারপোকা বলে থাকি। ছারপোকা (bed bug) সিমিসিড গোত্রের একটি ছোট্ট পরজীবী পতঙ্গবিশেষ। এটি মানুষ ও উষ্ণ রক্তবিশিষ্ট অন্যান্য প্রাণির রক্ত খেয়ে বেঁচে থাকে। সাধারণত বিছানায় বেশি দেখা গেলেও ছারপোকার অন্যতম পছন্দের জায়গা হলো ম্যাট্রেস, সোফা এবং অন্যান্য আসবাবপত্র।

নিশাচর প্রাণি না হয়েও এটি সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে এবং মানুষের অগোচরে রক্ত চুষে থাকে। ঘরে একবার ছারপোকা বাসা বাঁধলে সেটি দূর করা অনেক কঠিন হয়ে পরে। আসুন জেনে নিই, ছারপোকা দূর করার কিছু সহজ উপায়—

• আপনার ঘরের তোষক, বিছানা, বালিশ এবং আলমারিতে থাকা সবকিছু পরিষ্কার রাখার সাথে সাথে পরপর কয়েকদিন কড়া রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সাথে ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।

• ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশি হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।

• প্রতিটি বিছানার নিচে শুকনা নিমপাতা রেখে দিলে ছারপোকা বাড়ার সম্ভাবনা কমে যায়। এছাড়া আপনার ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

• এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে।

• আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখবেন ছারপোকা মরে যাবে।

• বিছানার নিচে পুটুলিতে করে কালোজিরাও রাখতে পারেন। এতে ছারপোকা দূর হয়ে যাবে।

• ছারপোকার যন্ত্রণা থেকে বাঁচতে সবসময় আপনার বিছানা দেয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে পরিষ্কার রাখুন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছারপোকা,ছারপোকা দূর,ছারপোকা দূর করার উপায়,ছারপোকা তাড়ানো
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist