তানজিন তিপিয়া

  ০২ আগস্ট, ২০১৯

মাংসের নানা পদ

কোরবানি ঈদ মানেই তো মাংস আর মাংস। তবে রান্না নিয়ে ব্যস্ত থাকলে ঈদের স্বাদটাই মাটি। তাই ঈদের দিনে কম ঝামেলার নানা পদ নিয়ে আজকের আয়োজন।

আখনি বিরিয়ানি

উপকরণ : সেদ্ধ মাংস ২ বাটি, আতপ চাল ১/২ কেজি, ধনে গুঁড়ো ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো ১ চা চামচ, তেল ১২ টেবিল চামচ, ১টি পেঁয়াজ, ৬ কোয়া রসুন ও ১ টুকরো আদা গ্রেট করা। গোলাপজল ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৮টি, লবণ ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : তেল গরম করে পেঁয়াজ রসুন ভেজে শুকনো মসলায় মাংস কষিয়ে সব উপকরণ একত্রে দিয়ে ৩০ মিনিট দমে রাখুন।

মেজবানি মাংস

উপকরণ : ২ বাটি গরুর মাংস, পেঁয়াজ ১টি, রসুন কোয়া ২টি ও আদা ১ টুকরো গ্রেট করা, টমেটো কুচি ২টি, কাঁচামরিচ গোটা ৭টি, ধনেপাতা কুচি ২ মুঠো, সয়াবিন তেল ১০ টেবিল চামচ, সরিষার তেল ১০ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ৩ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ জিরে ও হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ২টি করে, পানি ১ লিটার, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস বসিয়ে দিন। ঢাকনা দিয়ে মৃদু আঁচে ১০ মিনিট সেদ্ধ করুন। ঝোল শুকিয়ে মাখা মাখা ও মাংস নরম হয়ে এলেই অপূর্ব খেতে মেজবানি মাংস তৈরি।

মেজবানি মাংস, মাংস আলু ও খাসির কোরমা

মাংস আলু

উপকরণ : গরুর মাংস কাটা ২ বাটি, ২টি আলু কাঁটা, গ্রেট করা বড় পেঁয়াজ ২টি, রসুন কোয়া ২টি ও আদা ১ টুকরো, টমেটো কুচি ২টি, কাঁচামরিচ ৫টি, ধনেপাতা কুচি ২ মুঠো, সয়াবিন তেল ৭ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো ৩ চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো ও হলুদ ১ চা চামচ করে, পানি দেড় লিটার, লবণ দেড় চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস, আলু বসিয়ে দিন। মাংস নরম ও ঘন হয়ে এলেই মাংস আলু তৈরি।

খাসির কোরমা

উপকরণ : সেদ্ধ করা গরু/খাসির বড় টুকরো ১২টি, গ্রেটকরা পেঁয়াজ ১টি, রসুন কোয়া ২টি ও আদা ১ টুকরো, কাঁচামরিচ গোটা ৭টি, ধনেপাতা কুচি ২ মুঠো, সয়াবিন তেল ৬ টেবিল চামচ, জিরে গুঁড়ো ও হলুদ ১ চা চামচ করে, ধনে গুঁড়ো ৩ চা চামচ, পাউডার দুধ ৬ টেবিল চামচ, পানি ১ লিটার, লবণ ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি : তেলে পেঁয়াজ, রসুন ভেজে সব উপকরণ একত্রে কষিয়ে পানি দিয়ে মাংস বসিয়ে দিন। ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে এলেই কোরমা তৈরি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাংস,মাংসের নানা পদ,রান্নাবান্না
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close