reporterঅনলাইন ডেস্ক
  ১৫ এপ্রিল, ২০১৯

সাবধান, ফেসবুক হতে পারে মরণ ফাঁদ!

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ফেসবুক। ফেসবুকে সহজেই বন্ধু হওয়া যায়। বন্ধু হওয়ার ক্ষতির কিছু না তবে দেখে শুনে, চিনে জেনে, বন্ধু হওয়া জরুরি। কারণ এই অপরিচিত বন্ধু আপনার জন্য মরণ ফাঁদ পাততে পারে।

অনেক সময় দেখা যাচ্ছে বন্ধু হচ্ছে। আবার অবেগের কারণে সময় না নিয়ে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে।

এখন ফেসবুকের কারণে সংসার ভাঙা থেকে শুরু করে,পরকীয়া, অপহরণ,অপত্তিকর ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবিসহ বিভিন্ন সমস্যা কারণ এখন ফেসবুক। তাই সাবধান হওয়ার এখনি সময়। আপনার সামান্য ভুলের কারণে আপনি মৃত্যুর মুখে পতিত হতে পারেন।

অনেক সময় ব্যক্তিগত সম্পর্কগুলোই ফাঁদে পরিণত হচ্ছে। তাই সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সতর্কতা শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের জন্যও।

আসুন জেনে নেই অনলাইনে অপরিচিত কারো সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন।

১. সময় নিন, প্রথমেই প্রেমের সম্পর্কে জড়াবেন না।

২. আপনার জন্যই তিনি এত বছর অপেক্ষা করছিলেন, আপনাকে ছাড়া বাঁচবেন না। এসব বিষয়ে সর্তক হোন।

৩. তিনি কী শেয়ার দিচ্ছেন, কেমন কসেন্টস করছেন, তার বন্ধু তালিকাটাই বা কেমন, সবই খেয়াল করুন।

৪. অপরিচিত বন্ধুর ব্যক্তিগত তথ্যগুলোও একটু যাচাই করে নিন।

৫. একান্ত ব্যক্তিগত কোনো ছবি শেয়ার করবেন না। ভিডিও কল দিলেও সাবধান থাকুন, ওপাশ থেকে রেকর্ড করা হচ্ছে কিনা, আপনি কিন্তু বুঝতে পারছেন না।

মনে রাখবেন অনলাইনে বন্ধু হওয়ার পরে বিয়ে বা প্রেমের প্রলোভনে শারীরিক সম্পর্কে জড়ানো ঠিক নয়। অতি আবেগ বা অসচেতনতা তৈরি হতে পারে মরণ ফাঁদ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাবধান,ফেসবুক,মরণ ফাঁদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close