reporterঅনলাইন ডেস্ক
  ২৯ নভেম্বর, ২০১৮

শীতে পা ফাটার যন্ত্রণা হবে দূর

শীতকালে যেসব সমস্যা আমাদের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়, তা পায়ের পাতা ফাটা। শীতে শুষ্ক আবহাওয়ার কারণে শরীরের ত্বকের আর্দ্রতা কমে যায় এবং তা ফাটতে থাকে।

তবে এই শীতেও আপনার পায়ের তলা থাকতে পারে নরম ও তেলা। খরচও নামমাত্র। সহজলভ্য দু-তিনটি উপাদানই এর জন্য যথেষ্ট। এ উপায়ে পায়ের যত্ন নিলে গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোলায়েম হয়ে উঠবে।

কী করবেন : একটি পাত্রে নারকেল তেল বা অলিভ অয়েল নিন। এতে মিশিয়ে নিন গরম গলানো মোম। এবার মোম জমে যাওয়ার আগেই এই মিশ্রণ লাগিয়ে রাখুন পায়ের তলায়। তবে এরপর খুব বেশি হাঁটাচলা করবেন না, তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্রক্রিয়া অবলম্বন করতে পারলে ভালো হয়।

সকালে উঠে পায়ে জমে যাওয়া মোম-তেলের মিশ্রণ ফেলে দিয়ে ধুয়ে নিন পা। শীতে প্রায় রোজই এই উপায়ে যত্ন নিতে পারেন পায়ের তলার। এতে পা ফাটা দূর হওয়ার সঙ্গে পায়ের তলা পরিষ্কার ও নরম থাকবে।

আরো ভালো ফল পেতে সপ্তাহে দু-তিন দিন এই মিশ্রণের সঙ্গে কয়েক ফোঁটা মধুও মেশাতে পারেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শীত,পা ফাটা,পায়ের যত্ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close