reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০১৮

মনের অস্থিরতা কমানোর উপায়

জীবনে নানা কারণেই মন অস্থির হয় কিংবা উদ্বিগ্ন থাকে। অনেক সময় এ ধরনের উদ্বিগ্নতা সহজে যায় না। কখনও কখনও এ ধরনের উৎকণ্ঠার কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘুরে,হৃদস্পন্দন বাড়ে। আসলে সারাক্ষণ বিষয়টি নিয়ে ভাবার কারণে এসব সমস্যা হয়। তবে কিছু উপায় মানা হলে উদ্বিগ্নতা মাথা থেকে কিছুটা সময় হলেও দূর করা সম্ভব হবে। জেনে নিন মনের অস্থিরতা কমাতে কী করবেন

►কোনো কারণে যদি খুব বেশি চিন্তিত থাকেন তাহলে কিছুক্ষন হাঁটাহাঁটি করুন।১০ মিনিট বাইরে হেঁটে আসলেও তা মনকে শান্ত করতে সাহায্য করে।

► কখনো সামাজিক মাধ্যমে পড়া নিউজ, পোস্টের কারণেও মন অশান্ত হয়।মাঝেমধ্যে তাই এটা থেকে দূরে থাকুন।ডিজিটাল পৃথিবী থেকে বেরিয়ে নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সঙ্গে ফোনে কথা বলুন। এটাও আপনার মনের অস্থিরতা কমাতে সাহায্য করবে।

►যে বিষয়টি নিয়ে আপনার অস্থিরতা বাড়ছে তা দূরে সরাতে চেষ্টা করুন। এজন্য কোনো খেলা খেলুন, শপিংয়ে যান কিংবা নতুন কিছু করার চেষ্টা করুন।

►অস্থিরতা কিংবা উৎকণ্ঠা যাই বলি না কেন তা আমাদের হতাশাগ্রস্ত ,ভীত করে এবং কখনো কখনো রাগিয়েও দেয়। তাই এটা দূর করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করুন। একটা কৌশল কাজে না লাগলে আরেকটা চেষ্টা করুন। প্রয়োজনে কান্না করুন, নিজের কাছে নিজে চিঠি লিখুন। মোট কথা, যেকোনভাবে মনের অস্থিরতা কমাতে চেষ্টা করুন।

► আপনার যা কিছু আছে কিংবা আপনি যেমন আছেন—তাই নিয়ে সবসময় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। দেখবেন আপনার মন অনেক শান্ত হয়ে আসবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনের কষ্ট,উদ্বিগ্ন,উপায়,মনের অস্থিরতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist