reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুলাই, ২০১৮

যৌন আকাঙ্খার বশে কী কী ভাবনা খেলা করে মনের গভীরে?

ঘুমের মধ্যে বা অবচেতন মনে যৌন আকাঙ্ক্ষা সকলের মধ্যেই জাগে৷ তবে প্রশ্ন হল, সেই আকাঙ্ক্ষার বশে পড়ে কী কী ভাবনা খেলা করে মনের গভীরে৷ সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করলেন ইন্ডিয়ানার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন লেহমিলার৷ ৪১৭৫ জনের মধ্যে পরীক্ষা চালিয়ে ‘সানডে টাইমস’ ম্যাগাজিনে যৌন আকাঙ্ক্ষা সংক্রান্ত নয়া তথ্য প্রকাশ করলেন তিনি৷ সকলের সামনে তুলে ধরলেন, অবচেতন মনের কোন কোন যৌন আকাঙ্খা হামলা করে আপনার মনে৷

১৷ গবেষণায় উঠে এসেছে, ঘুমের মধ্যে বা অবচেতন মনে একের বেশি সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন প্রায় ৮৯ শতাংশ মানুষ৷ তাদের বাসনা, থ্রি-সাম বা এর চেয়ে বেশি সংখ্যক সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌনতাকে উপভোগ করা৷ সেক্ষেত্রে তাদের স্ত্রী বা স্বামী ছাড়াও অন্য কারওর সঙ্গেও যৌনতায় লিপ্ত হতেও তাদের আপত্তি নেই৷

২৷ গবেষণায় অংশগ্রহণ করা একটা বড় অংশের মানুষ জানিয়েছেন, রোজকার এক ঘেয়ে যৌনতা তাদের আর পছন্দ নয়৷ রোজই মনের গভীরে তাদের হাতছানি দিচ্ছে উন্মত্ত যৌনতা৷ সফটকোর নয় তাদের আকাঙ্ক্ষা হার্ডকোরের প্রতি বেশি তীব্র হয়েছে৷

৩৷ গবেষক জাস্টিন লেহমিলার জানিয়েছেন, ঘরের মধ্যে একঘেয়ে সেক্স লাইফের মজা নিতে নিতে তারা ক্লান্ত৷ এবার জীবনে কিছু রোমাঞ্চ চান৷ সেজন্য বদ্ধ ঘরের বাইরে বিভিন্ন জায়গায় সেক্স করার পক্ষপাতী এরা৷ আর সেই স্বপ্নই তাদের রোজ তাড়িয়ে বেরায় বলে জানিয়েছেন ওই বৃহৎ অংশের মানুষ৷ কেবল সেক্সের স্থান নিয়েই তাদের সমস্যা নয়, কোন পজিশনে সেক্স করবেন সেই নিয়েও মনে মনে নিজস্ব ভাবনা তৈরি করে ফেলেছেন অনেকে৷ পুরুষদের একটা বৃহদাংশ নাকি জানিয়েছেন, নিজের সঙ্গিনীর সঙ্গে ডগি স্টাইলে সেক্স করার ফ্যান্টাসি রয়েছে তাদের মনের গভীরে৷

৪৷ গবেষণায় উঠে এসেছে একটা চাঞ্চল্যকর তথ্য৷ একটি অংশের নারী ও পুরুষ উভয়ই নাকি জানিয়েছেন, নিজের সঙ্গী বা সঙ্গিনীর চেয়ে অন্যের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অনেক সময় আকর্ষণ বোধ করেন তারা৷ স্বপ্নে মাঝেমধ্যেই তাদের সঙ্গে যৌন উন্মাদনায় মেতে উঠতে চান৷ জীবনে কমপক্ষে একবার এই ফ্যান্টাসিদের কাছে পাওয়ার বাসনা রয়েছে তাদের৷

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যৌন আকঙ্খা,ভাবনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist