reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৮

আজ ৩টি সরকারি চাকরিতে আবেদনের শেষ তারিখ

আজ ২৪ মে বৃহস্পতিবার। সমাজসেবা অধিদফতর, ঢাকা ওয়াসা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাকরিতে আবেদনের শেষ দিন। তিনটি খ্যাতনামা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ হারাতে না চাইলে আবেদন করুন এখনই।

সমাজসেবা অধিদফতর

সমাজসেবা অধিদফতরে ২২ পদে ১৮১ জনের চাকরির সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষক, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, নার্স, থার্মোফরম অপারেটর, গাড়িচালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সমাজকর্মী, ট্রেড ইন্সট্রাকটর, স্টোরকিপার, হিয়ারিং এইড টেকনিশিয়ান, কেয়ারটেকার, পাম্পচালক, কারিগরি প্রশিক্ষক পদসহ আরও বেশ কয়েকটি পদে জনবল নিয়োগ দেবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের ২টি পদে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চারজনকে নেয়া হবে। প্রার্থীকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রীধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপি বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ হবে চারজনকে। প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক কিংবা সমমানের ডিগ্রীধারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

ঢাকা ওয়াসা

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৪৩ জনকে নিয়োগ দেয়া হবে।

সরকারি এ প্রতিষ্ঠানটি উপ-সহকারী প্রকৌশলী পদে ৪৩ জনকে নিয়োগ দিচ্ছে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে সব স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। এছাড়া প্রার্থীকে কম্পিউটার ব্যবহারে মৌলিক জ্ঞান থাকতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা ওয়াসা,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,সমাজসেবা অধিদফতর,চাকরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist