reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৭

কারাগারে ভূমিমন্ত্রীপুত্র তমাল

পাবনায় চার সাংবাদিকের উপর হামলা মামলায় ভূমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমালের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। বুধবার পাবনা আমলী আদালতের বিজ্ঞ বিচারক রেজাউল করিম এ আদেশ দেন। এর আগে সকাল থেকেই আদালত চত্বরে ভিড় জমায় তমালের সমর্থকরা। তারা আদালত চত্বরে দফায় দফায় মিছিল শুরু করলে নিরাপত্তা জোরদার করা হয়।

দুপুর ১২টার দিকে তমালকে বহনকারী গাড়িটি পুলিশকে চাপা দিয়ে আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পরে পাবনার আমলী আদালত-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের উপর হামলা করে ভূমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমাল ও তার ক্যাডার বাহিনী। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসান, পরিবর্তন ডটকম ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, ক্যামেরা পারসন মিলন হোসেন। সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় তমাল ও রাজীব সরকারের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করা হয়।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূমিমন্ত্রীপুত্র,তমাল,কারাগার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist