reporterঅনলাইন ডেস্ক
  ১৬ নভেম্বর, ২০১৭

‘ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি’

জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এ কথা বলেন তিনি।

আত্মপক্ষ সমর্থন বক্তব্যে এক পর্যায়ে খালেদা জিয়া আরেক দিন সময় চাইলে আদালত ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে আদালতে পৌঁছান তিনি।

আত্মপক্ষ সমর্থন বক্তব্যে খালেদা জিয়া বলেন, 'জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এসব মামলা।'

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বলেন, 'এতিম খানা স্থাপনের জন্য সৌদি আরব অনুদান দেয়। সে সময় আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ এস এম মোস্তাফিজুর রহমান এ প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। তিনি সব কিছু জানতেন।'

তিনি আরও বলেন, 'কুয়েতের দেওয়া অনুদান দুই ভাগ করে দুটি ট্রাস্টে দেওয়া হয়। এক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।'

খালেদা জিয়া বলেন, 'ব্যক্তিগতভাবে আমার বা অন্য কারও লাভবান হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুটি ট্রাস্টে আমি কোনো পদে ছিলাম না এখনও নেই।'

তিনি বলেন, অনুদানের অর্থ আনা ও বিতরণে সঙ্গে ব্যক্তিগতভাবে তৎকালীন প্রধানমন্ত্রী হিসাবে আমার কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না।'

পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য রাখেন।

গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর, ২ ও ৯ নভেম্বর বক্তব্য দেন তিনি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাস্ট গঠন,পরিচালনা,অনিয়ম,খালেদা জিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist