ঝিনাইদহ প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৭

ঝিনাইদহে দুই বিউটি পার্লারকে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ঝিনাইদহের বধূয়া ও অভিনন্দন বিউটি পার্লারে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ব্যাপারীপাড়ার বধূয়া পার্লারে ৫ হাজার ও অভিনন্দন বিউটি পার্লারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারকবৃন্দ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিউটি পার্লার,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist