নোয়াখালী প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৭

ইলিশ নিধন

নোয়াখালীতে ৪ জেলের জেল-জরিমানা

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মেঘনা নদীর মোহনায় ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে তিন জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও এক জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সুবর্র্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার হাতিয়া উপজেলার চর চান্দনী ইউনিয়নের মো. জালাল আহম্মদের ছেলে মো. মো.আবদুল আজিজ (৩৫), মজিবুল হকের ছেলে মো. আজাদ (২৫), আবদুল ওসমানের ছেলে হানিফ (৪২) এবং জরিমানা প্রাপ্ত হলেন, মো. মজিবুল হক (৫৪) একই ইউনিয়নের আবদুল আজিজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চরনঙ্গলিয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আইন অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ১১ কেজি ইলিশ’সহ ৪জনকে আটক করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩/৩ডি আইন অনুযায়ী তিন জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়। সুবর্র্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেল-জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist