reporterঅনলাইন ডেস্ক
  ২১ সেপ্টেম্বর, ২০১৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইমরান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করেন গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাস। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

পরে ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। ওইদিন এ বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।

এরআগে বুধবার একই আদালত এই দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ৩১ মে বাংলাদেশ ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।

বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর গতকাল মামলাটিতে বাদীপক্ষ ও আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। মামলার ধার্য তারিখে তারা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রধানমন্ত্রীকে কটূক্তি,আত্মসমর্পণ,ইমরান এইচ সরকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist