লালমনিরহাট প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সিওরক্যাশের এজেন্টকে কারাদন্ড

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিয়ে জালিয়াতির ঘটনায় সফিকুল ইসলাম (২৭) নামের সিওরক্যাশের এক এজেন্টকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই কারাদন্ড দেওয়া হয়।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভা এলাকার মধ্য চৌরঙ্গি দিগন্ত ট্যালিকমে ব্যালান্স ট্রান্সফারসহ বিভিন্ন ভাবে টাকা লেনদেন এ্যাজেন্ট সফিকুল ইসলাম। সফিকুল ইসলাম শিক্ষার্থীদের উপবৃত্তির পাওনা টাকা থেকে প্রতিজনের কাজ থেকে ২০ টাকা করে কেটে নেয়। এ ঘটনায় এক অবিভাবক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করলে নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সফিকুল ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুর কুতুবুল আলম সিওরক্যাশের ওই এ্যাজেন্ট সফিকুল ইসলামের ৭ দিনের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা অবনী শংকরকর বলেন, কারাদন্ড প্রাপ্ত সফিকুলকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলে পাঠানো হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিওরক্যাশ,এ্যাজেন্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist