reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৭

খালাফ হত্যা : আপিলের রায় ১০ অক্টোবর

ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আলি হত্যা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলায় রায়ের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চ এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে (স্টেট ডিফেন্স) ছিলেন অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা। গত ৯ আগস্ট রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়।

গত বছরের ৩০ ডিসেম্বর খালাফ হত্যা মামলায় রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মো. মোতাহার হোসেন। রায়ে মামলার পাঁচ আসামি সাইফুল ইসলাম, মো. আল আমীন, আকবর আলী লালু, রফিকুল ইসলাম এবং সেলিম চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের মধ্যে সেলিম চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছে। তবে রায়ের পর সাজাপ্রাপ্তরা ওই বছরই হাইকোর্টে আপিল করেন। এরপর হাইকোর্ট ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ২০১৩ সালের ১৮ নভেম্বর আসামি সাইফুলের মৃত্যুদণ্ড এবং অপর তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং পলাতক একজনকে বেকসুর খালাস দেন। এরপর হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। এরআগে গত বছরের ৫ মার্চ গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। পরদিন ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালাফ হত্যা,আপিল বিভাগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist