ফরিদপুর প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

ভুয়া চিকিৎসকের কারাদন্ড

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায় মেসার্স মায়ের দোয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে চিকিৎসক পরিচয় দানকারী এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব ৮ সদস্যরা। বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। আটক ওই ব্যাক্তির নাম মো. তোফাজ্জল হোসেন (৪৯)। সে সাতৈর গ্রামের জয়নুদ্দিন মাতুব্বর এর ছেলে। সে নিজেকে চিকিৎসক পরিচয় দেয়া ও বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দিত তোফাজ্জল। তবে চিকিৎসা সেবার সম্পর্কিত কোন সনদ তিনি র‌্যাব সদস্যদের দেখাতে পারেননি।

পরে র‌্যাব সদস্যরা তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক পারভেজ মল্লিক তোফাজ্জলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালত সূত্র জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক তাকে এই দন্ড প্রদান করা হয়েছে।

র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, কোন রকম ডিগ্রী না থাকার পরেও সে বিভিন্ন জটিল ও গুরুত্ব পূর্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। ভুক্ত ভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া চিকিৎসক,কারাদন্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist