reporterঅনলাইন ডেস্ক
  ০৮ আগস্ট, ২০১৭

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের ফাঁসি

টাঙ্গাইলে তিন বছর আগে কলেজছাত্র রাজন সরকারকে হত্যার দায়ে ১২ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বিশেষ জেলা জজ ওয়াহিদুজ্জামান শিকদার মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া ১২ আসামির মধ্যে আটজন রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা শুরু থেকেই পলাতক।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৩ এপ্রিল টাঙ্গাইলের ভূঞাপুরে ধনবাড়ি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়।

রাজনের বাবা লাল মিয়া সরকার ওইদিনই ১৯ জনকে আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে আদালতে তাদের বিচার শুরু হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজন হত্যা,টাঙ্গাইল,ফাঁসি,কুপিয়ে হত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist